আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের "লগো উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত"

আলোকিত মানুষ গুলোর হাত ধরে, দারিদ্রতা-শিক্ষাহীনতা-অসাবলম্বী ও সামাজিক ভাবে পিছিয়ে পরা মানুষদের আগামীতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে যে আলোকিত সমাজ তৈরি হবে, তাই হবে আলোকিত পোম্বাইশ” (লগো থিম)

কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলা আডডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামের দারিদ্র্যতা-শিক্ষাহীনিতা-অসাবলম্বী ও সামাজিক ভাবে পিছিয়ে পরা মানুষেরদের এগিয়ে নেয়ার প্রয়াসে, গ্রামের শিক্ষিত চাকুরীজিবী ও প্রবাসীদের নিয়ে একটি গনতান্ত্রিক সামাজিক সংগঠন আলোকিত পোম্বাইশ। আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠন কাঠামো কে আরো সুচালো ও সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক রুপ অংশ হিসেবে গত ০৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ রোজঃ শুক্রবার ঢাকার ধানমন্ডিতে ফ্লেবার্স মিউজিক ক্যাফে তে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে “লোগো উন্মোচন ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্টান্ডার্ড ইউনিভার্সিটি শিক্ষার্থী মোঃ মেহেদি হাসান রিয়াজের সঞ্চালনায় উপস্থিত ছিলেনঃ

প্রধান অতিথিঃ

🔰মোঃ ফারুক হোসেন, এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সহকারী অ্যাটর্নি জেনারেল, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অহবায়ক, ঢাকাস্থ বরুড়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতি।

বিশেষ অতিথিঃ

🔰মোঃ আবুল খায়ের, ম্যানেজিং পার্টনার, এফকে বিজ এন্টারপ্রাইজ লিমিটেড।

🔰মোঃ শাহদাত হোসাইন, ম্যানেজার, একাউন্টস এন্ড এডমিন এক্সপার্ট গ্রুপ।

🔰মোঃ জামিল হোসাইন, (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী) সহকারী মার্চেন্ডাইজ ম্যানেজার, ডংগী সোর্সিং লিমিটেড

সভাপতিঃ

🔰মোঃ ফয়েজ আলম, (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ) সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক লিমিটেড,

আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানি গ্লোরিয়া জিনস কর্পোরেশন বাংলাদেশ লিজেন অফিস (বায়িং হাউজের) টেকনিক্যাল এডভাইজর মোঃ সাব্বির হাসান দিদার, এস এস স্টিল লিমিটেডের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) মোঃ আজিজুর রহমান মিজান, ছিভু বায়িং হাউজের কোয়ালিটি ম্যানেজমেন্টে ইঞ্জিনিয়ার মো আরিফ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃ এরশাদ উল্লাহ, মোঃ টিপু সুলতান, মোঃ ফরহাদ হোসেন (জুনিয়র) সহ পোম্বাইশ অনেক কৃত্বিসন্তান।

উক্ত অনুষ্ঠানে বক্তরা সুন্দর আগামী পোম্বাইশ বিনির্মানে নানাবিদ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আলোকিত পোম্বাইশ হবে পোম্বাইশের সুসংগঠিত সংগঠন যাতে আগামীর পোম্বাইশ বিনির্মানে অগ্রনী ভুমিকা পালন করবে। এসো একে অন্যের হাত ধরি দ্রারিদ মুক্ত, আলোকিত সমাজ গড়ি এই স্লোগানে এগিয়ে নিবে আমাদের গ্রাম ও সমাজ কে উক্ত অনুষ্ঠানে বক্তরা আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনে শুভকামনা ও ভবিষ্যৎ রুপরেখার মুল্যবান মতামত প্রদান করেন।

পরিশেষে, সুদৃশ্য কেক কেটে ও আলোকিত পোম্বাইশ সামাজিক সংগঠনের লগো সম্বলিত ব্যানার মোড়ক উন্মোচন ও স্মৃতি স্বাক্ষর প্রদান এবং প্রীতি ভোজের পর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়

Leave your comments