কুড়িগ্রামে ৪০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি মিঠু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানায়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ মিঠু মিয়ার বসত বাড়ি থেকে ৪ টি প্যাকেটে ৪০০ পিস ইয়াবা এবং পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Leave your comments