ট্রাভেল এন্ড ট্যুরিজম

ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম : ঘুড়ি আকাশে উড়ে, আমরাও তো উড়ি,উড়াই । আমরা “মুক্ত আকাশে উড়ে বেড়াই, ঘুরে বেড়াই” এই স্লোগান নিয়ে ২০১৮ সালের ৭ই জুলাই ভ্রমন পিপাসু মানুষদের সাথে নিয়ে প্রতিষ্ঠিত হয় ঘুড়ি দ্যা কাইটস ট্রাভেল এন্ড ট্যুরিজম ।

 

ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম

প্রতিষ্ঠালগ্ন থেকেই ভিন্নধর্মী এবং সল্প খরচের দেশে বিদেশে কর্পোরেট ট্যুরিজম ইভেন্ট পরিচালনা করে ভ্রমন
পিপাসু মানুষদের কাছে জনপ্রিয় হয়ে উঠে। এদিকে ৭ ই জুলাই সন্ধ্যায় ধানমন্ডি ৩২ এ অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি
জাদুঘরের সামনে ঘুড়ির এক্সিকিউটিভ মেম্বারদের সাথে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকি উৎযাপন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আতিফ আসলাম।

 

ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম

ঘুড়ির এক্সিকিউটিভ মেম্বাদের ধন্যবাদ জানিয়ে আতিফ আসলাম বলেন “ ছোট বেলা থেকে খুব ঘুরে বেড়ানোর
নেশা ছিল, ইউনিভার্সিটিতে থাকাকালীন অবস্থায় হাত খরচের টাকা বাচিয়ে একা একাই নিজের জন্মভুমির
পাশাপাশি থাইল্যান্ড, নেপাল,ভুটান এবং ইন্ডিয়া ঘুড়ে এসেছি।

 

ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম

তখনও মাথা চিন্তা চিন্তা ছিল না বাংলাদেশের ট্যুরিজম নিয়ে কিছু একটা করবো। তাছাড়া দেশের অনেক গুলো
ট্যুরিজম গ্রুপের সাথে অনেক দিন ধরে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘুড়ি ট্রাভেল এন্ড ট্যুরিজম
প্রতিষ্ঠা করি। খুব ভাল লাগে যখন কেউ গ্রুপে তাদের ঘুড়ির সাথে ট্যুর অভিজ্ঞতা শেয়ার করেন।
প্রতিষ্ঠাবার্ষিকিতে ঘুড়ির এক্সিকিউটিভ মেম্বারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ  সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ে জলাবদ্ধতা, পাঠদান ব্যাহত

Leave your comments