লিওনেল মেসি

ব্রাজিলে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় সেমিফাইনাল থেকে ছিটকে পড়ে দু্ইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরে ব্যাপক আলোচিত ও সমালোচিত ছিল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলির গ্যারি মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে লাল কার্ড পান আর্জেন্টিনার লিওনেল মেসি । এ ঘটনার পরই আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিযুক্ত করেন বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় মেসি।

একইসঙ্গে দক্ষিণ আমেরিকার ফুটবল কর্তৃপক্ষের (কনমেবল) তীব্র সমালোচনাও করেন আর্জেন্টিনা অধিনায়ক। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, দুই বছরের জন্যও নিষিদ্ধ হতে পারেন মেসি। কনমেবল অবশ্য মেসিকে কঠোর শাস্তি দেননি। শেষ পর্যন্ত তার শাস্তি হিসেবে মাত্র ১৫০০ ডলার জরিমানা ও এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিকে।

মঙ্গলবার (২৩ জুলাই) এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকা ফুটবল কর্তৃপক্ষ (কনমেবল) জানিয়েছে, এই
নিষেধাজ্ঞার ফলে মেসি ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে অংশ নিতে পারবেন না।

প্রসঙ্গত, কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে হারের পর আর্জেন্টিনার কোচ লিওনেল
স্কালোনি দাবি করেন, আর্জেন্টিনাই ফাইনাল খেলার যোগ্য ছিল। অধিনায়ক লিওনেল মেসিও এই ম্যাচে বাজে
রেফারিং নিয়ে ঘোর অভিযোগ তুলেন। এসব আলোচনা-সমালোচনার মধ্যেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে
নামে আর্জেন্টিনা। সেখানে ঘটে আরেকটি বড় বিপত্তি।

ব্রাজিলের করিন্থিয়াস এরেনায় চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের ৩৭ মিনিটের মাথায় পাওলো দিবালার
বাড়ানো বল মাঠের মধ্যে রাখতে গিয়ে চিলির ডিফেন্ডার গ্যারি মেডেলের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় মেসির।
মেডেল বার বার ধাক্কা মারতে থাকলেও মেসি ছিলেন শান্ত। তবুও মেডেলকে ফাউল করতে উৎসাহিত করার
অপরাধে এবং মাথা দিয়ে আঘাত করার ইঙ্গিত করায় মেডেলের সঙ্গে মেসিকেও লাল কার্ড দেখান রেফারি।

যদিও ওই ম্যাচে আর্জেন্টিনা জয় পায়। কিন্তু রাগে ক্ষোভে পদক নিতে পুরস্কার বিতরণী মঞ্চেই উঠেন নি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

আরো পড়ুনঃ গুজব বন্ধে শৈলকুপায় পুলিশের প্রচারাভিযান শুরু

Leave your comments