পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সারা দেশে ও ঢাকা মহানগরের সকল মার্কেট, শপিং মল, বিপণী বিতান প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। বুধবার (৭ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো এক খোলা চিঠিতে এ দাবি জানানো হয়। চিঠির কপি গণমাধ্যমেও পাঠানো হয়েছে।

দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপুর সই করা  চিঠিতে লকডাউন দীর্ঘায়িত না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘লকডাউনের সময়সীমা বৃদ্ধি পেলে আমাদের ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হবে। আজকে অনেক ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ী ঠিকমতো বাজার করে তাদের পরিবার-পরিজন নিয়ে দু’বেলা দু’মুঠো ভাত খেতে পারছেন না। আজ তাদের কাছে নগদ টাকার বড়ই অভাব। কারণ, প্রায় সব ক্ষুদ্র-মাঝারী ব্যবসায়ী পহেলা বৈশাখ এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও ব্যাংক ইত্যাদি জায়গা থেকে লোন এনে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সংগ্রহ করেছেন। এখন তাদের দাঁড়াবার কোথাও জায়গা নেই।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘ব্যবসায়ীদের দুঃখ-কষ্টের অবসান ঘটিয়ে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খুলে দেওয়ার অনুরোধ করছি।’
Leave your comments