রংপুর হারাগাছে মাদক কারবারির ছুরিকাঘাতে গুরুতর আহত এএসআই পিয়ারুল ইসলাম আর নেই। শনিবার(২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ এর ইনচার্জ ডাঃ জামাল উদ্দিন মিন্টু। এর আগে শুক্রবার মাঝরাতে গোপন খবরের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অস্ত্রোপাচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হয়। এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।(ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave your comments