আইসোলেশন থেকে ১৬এপ্রিল বৃহস্পতিবার শেরপুর সদর হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরলেন শ্রীবরদীর স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া খোদেজা এবং শেরপুরের মধ্যবয়রা গ্রামের শাহিনা।

তাদেরকে দীর্ঘ ১১দিন চিকিৎসা শেষে আজ ১২টায় এ্যাম্বুলেন্স যোগে বাড়ি পৌঁছে দেওয়া হয় বলে নিশ্চিত করেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলা সিভিল সার্জন জনাব আবুল কাশেম মোহাম্মদ আনোয়ারুল রউফ বলেন,গত ৫ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে এই দুই নারীকে আইসোলেশনে রেখে whoগাইডলাইন যথাযথ মেনে পরিচর্যার মাধ্যমে আল্লাহর রহমতে দুজনই সুস্থ।

এবং পর পর তিন বার নমুনা টেস্টের নেগেটিভ পাওয়ায় আজ তাদের দুজনকে বাড়ি পৌঁছে দেওয়া হলো।তিনি জেলাবাসীর উদ্দেশ্যে আরো বলেন,আপনারা ঘরে থাকুন,ঘরে থাকুন,ঘরে থাকুন।আমরা আপনাদের পাশে সার্বক্ষনিক আছি,সরকার আছে।

আপনারা সরকারী নির্দেশনা মেনে চলুন।আমরা এই করোনা মোকাবেলায় জয়ী হবো ইনশাল্লাহ।

এম এ কাশেম
শেরপুর জেলা প্রতিনিধি

Leave your comments