সারাদেশের মতো শুক্রবার থেকে কুড়িগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্য বই বিতরণ শুরু হয়েছে।
সকাল ১০টা থেকে জেলার এক হাজার ৮৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ শিক্ষার্থীর মধ্যে ধাপে ধাপে বই বিতরণ কার্যক্রম শুরু হয়।
নতুন বছরের প্রথম দিনে নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়নের কুলামায়া মাঝিয়ালীর চর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে চরাঞ্চলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাসুম ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।
এদিকে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ বিদ্যালয়ে প্রথম দিনে চতুর্থ শ্রেনীর দুই শিফটের ১২০ জন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান শিক্ষক রুখসানা পারভীন।একই ভাবে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন ।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, করোনা পরিস্থিতিতে এ বছর সমাবেশে বই উৎসব না হলেও আমরা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার চেষ্টা করেছি।

Leave your comments