কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি ভাঙা সেতুর কারণে দুর্ভোগ পড়েছে দুই ইউনিয়নের প্রায় ৭০
হাজার মানুষ। ৫ বছর আগে বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হয়ে যায়।
এ অবস্থায় সেতুর উপর দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।

৩০ বছর আগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা ঝাকুয়াবাড়ী গ্রামে ডিগডারী বিলের উপর ৫০ ফুট সেতু
নির্মাণ করা হয়। ৫ বছর আগে বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এখন সেতুর
উপর দিয়ে পায়ে হেঁটে চলাই মুশকিল হয়ে পড়ে। এখন ৫ কিলোমিটার বেশি পথ ঘুরে যেতে হচ্ছে জেলা
শহরসহ বিভিন্ন জায়গায়।

সেতুর ওপর দিয়ে কোন যানবাহন চলাচল করতে না পারায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এই সেতুর
ওপর দিয়ে ঝুঁকি নিয়ে অনেক শিক্ষার্থী স্কুল কলেজে গেলেও অনেকে বিকল্প পথে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে।
শিগগিরই সেতুটি নির্মাণের দাবী জানিয়েছেন ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার
আমিনুল হক বাচ্চু।

ফিরোজ কবির কাজল

আরো পড়ুনঃ মোবাইল কিনে ফিরে হলোনা উলিপুরের আসিফের

Leave your comments