ফিরোজ কবির কাজলঃ

কুড়িগ্রামে করোনা সন্দেহে ২জনের নমুনা সংগ্রহ করে রংপুর ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ।সিভিল সার্জন অফিস সূত্র জানায়,রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামে নারায়ণগঞ্জ ফেরত এক কর্মজীবী যুবকের জ্বর, মাথাব্যথা ও সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে বাড়িতে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধায় তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়। অপরদিকে একই কারণে কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভা এলাকার কলেজ পাড়াস্থ তালতলা গাছবাড়ি গ্রামে ঢাকা ফেরত এক কর্মজীবী যুবকের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান,জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাদের পরিবারকে হোম কোয়ারান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। যাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলোর রিপোর্ট পজেটিভ পাওয়া গেলে ওই এলাকা লকডাউন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি এ নিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।

Leave your comments