কুড়িগ্রাম সদর থানায় কর্তব্যরত অবস্থায় রাজিউর রহমান রাজু (৩৪) নামে এক কনস্টেবল পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ( ৯ সেপ্টেম্বর)  সকাল ০৮:০৫ ঘটিকা হতে সদর থানা কুড়িগ্রামের এমসিসি নং-২৮৮৫/২০তারিখ-০৯/১০/২০২০ খ্রিস্টাব্দ মূলে সদর থানা এলাকায় অন্যান্য অফিসার ফোর্সের সহিত মোবাইল ডিউটিতে নিয়োজিত হন। ডিউটি করাকালে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হলে তাকে ১২:৫৫ ঘটিকায় আধুনিক সদর হাসপাতাল কুড়িগ্রাম জরুরি বিভাগে নেয়া হয় অদ্য ০৯/১০/২০২০ খ্রিষ্টাব্দ বেলা ০১:২০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।কর্মব্যরত চিকিৎসক বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি সে হার্ট অ্যাটাক করে মারা গেছে। কুড়িগ্রাম পুলিশ সুপার বলেন, মরহুম রাজিউর রহমান রাজু  (৩৪) একজন অত্যন্ত বিনয়ী সদালাপী ও কর্তব্য পরায়ন ব্যক্তি ছিলেন, তিনি অত্র জেলায় কর্মরত থাকাকালে সকল অফিসার ও সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারি দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে সকলের হৃদয়ে সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতার ছোয়া রেখে গেছেন।তার এই অবদানের কথা কুড়িগ্রাম জেলা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ বাহিনী কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেইসাথে রাফিউর রহমান এর অকাল মৃত্যুতে আপনার নিজেরও আপনার শোক সন্তপ্ত পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমরাও সমবেদনা জ্ঞাপন করছি। ভবিষ্যতে যে কোন প্রয়োজনে কুড়িগ্রাম জেলা পুলিশ তার পরিবারের সদস্যদের পাশে থাকবে।রাজিউর রহমান রাজু  (৩৪) ঠাকুরগাঁও সদর থানার ইসলাম নগর ( পূর্ব গোয়ালপাড়া ) গ্রামের মোঃ আব্দুল বাসেদ মিয়ার পুত্র।

Leave your comments