ফিরোজ কবির কাজলঃ
কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রোসেস সার্ভার পদের কর্মচারী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে অফিসে পৌঁছে তাড়াহুড়ো করে মোটরসাইকেলের সঙ্গে চাবি রেখেই বয়োমেট্রিক হাজিরা দিতে অফিস ভবনে চলে যান। মনে পড়তেই ফিরে এসে দেখেন মোটরসাইকেল নেই! অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে আদালত ভবনে স্থাপিত সিসি ক্যামেরার সাহায্য নেন তিনি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক পুলিশ কনস্টেবল মোটরসাইকেল নিয়ে পালাচ্ছেন!
আদালত সূত্র জানায়, বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করলে তিনি তদন্তে ঘটনার সত্যতা পেয়ে ওই পুলিশ সদস্যকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম তরিকুল ঘটনার সময় সে আদালতে ডিউটিরত ছিল। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান বলেন, ‘অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave your comments