রানী আক্তার বিশেষ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা বিশ্বের ন্যায় কুড়িগ্রাম ভিতরবন্দ ইউনিয়ন এমজেএসকেএস সৌহার্দ -৩ পক্ষ থেকে, বর্নাঢ্য র‍্যালী, আলোচনা সভা,  ও পুরুষ্কার বিতরণের মধ্য দিয়ে মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। বর্নাঢ্য র‍্যালীতে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আমিন বাচ্চু,  এমজেএসকেএস টেকনিক্যাল অফিসার মোঃ নুরুন্নবী সরকার, এফটি এনামুল হক,  সুভাষ বর্মন, শুকলা দেব ও রানী আক্তার। আরো উপস্থিত ছিলেন ভিতরবন্দ মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, র‍্যালীটি ইউনিয়নের  বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ মাঠে এক আলোচনা সভা শুরু হয়। উক্ত আলোচনা সভায় এমজেএসকেএস এর পক্ষ থেকে নারী অধিকারের প্রতি সচেতনতা এবং ‘প্রজন্ম হোক সমতার সমকালীন অধিকার’ এই দাবি সামনে রেখে এমজেএসকেএস এর টেকনিক্যাল অফিসার মোঃ নুরুন্নবী সরকারের সভাপতিত্বে আলোচনা সভার কার্যক্রম শুরু হয় এসময় প্রধান অতিথির বক্তব্যে ভিতর বন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন সৌহার্দ -৩ প্রতিটি কার্যক্রমের সফলতা কামনা করছি সেইসাথে প্রতিটি প্রোগামে আমার উপস্থিতি অবশ্যই পাবেন। আলোচনা শেষে পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে আংশিক অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave your comments