খাগড়াছড়িতে পিতৃ হত্যার দায়ে ছেলে এরফান আলীকে মৃত্যুদন্ড দিয়েছে বিচারিক আদালত। বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোঃ আলমগীর হাসান আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সুত্রে জানা যায়, ২০১৪সালের ২৪ফেব্রুয়ারী রামগড় উপজেলার বলিটিলা এলাকায় মাদকাসক্ত ছেলে এরফান আলী
পিতা জসিম উদ্দীনকে নিজ ঘরে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। ঘটনার সময় এরফানের মা আনোয়রা বেগমের চিৎকারে
স্থানীয়রা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করে।একই বছরের ৩১আগষ্ট মামলার একমাত্র আসামি এরফান এর
বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ।

মামলার এজাহাকারী আনোয়ারা বেগম বলেন, নেশাগ্রস্থ এরফান মাদক সেবনের টাকা চেয়ে পিতার সাথে প্রায় বাক বিতন্ডায়
জড়াতো। তারই জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জসিম উদ্দিনকে হত্যা করে তার ছেলে এরফান।

মামলার পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১০জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছে।

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ খাগড়াছড়ি প্রতিনিধি

আরো পড়ুনঃ

কুড়িগ্রাম উলিপুরে জেএসসিতে পাশ করার নামে টাকা উত্তোলন

কুড়িগ্রাম ফুলবাড়ীতে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

Leave your comments