ছেলে হত্যায় : ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎমা সালেহা ও সৎ ভাই সাইফুল ইসলামের প্ররোচনায় রফিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে দরিতে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেবার অভিযোগে পিতা দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৬ জুলাই শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী পশ্চিম
মুন্সিপাড়া গ্রামে পিতা ও সৎ ভাই এর হাতে দুই সন্তানের জনক রফিকুল ইসলামের লোমহর্ষক খুনের এ ঘটনা
ঘটে।

এ হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত রফিকুলের মা জাহেদা বেগম জানান, আমার
ছেলেকে তার বাবা ও সৎ ভাই হত্যা করে ফাঁসির দরিতে ঝুলিয়ে দিয়েছে। আমি আমার ছেলের
হত্যাকারীদের ফাঁসি চাই।

স্থানীয় ও সুত্রে জানাযায়, রফিকুল ইসলাম তার বাবার প্রথম স্ত্রীর তিন সন্তানের মধ্যে দ্বিতীয় । রফিকুল ইসলাম
ও তার বড় বোনের বিয়ে হওয়ার পর থেকেই জমি সংক্রান্ত বিষয়ে সৎ মা ও ভাই-বোনদের সঙ্গে সব সময়ই তার
কলহ লেগে থাকতো।

এরই রেশ ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে দাবী এলাকাবাসীর। কারন হিসেবে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য
কামিনি কুমার রায় জানান, লাশ দেখতে যখন এলাকার লোকজন দবিরুলের বাসায় যায় তখন ঝুলন্ত
রফিকুলের শরীরের বিভিন্ন জায়গায় জখম ও পা এবং পায়ের আঙ্গুল ভাঙ্গা অবস্থায় দেখতে পায় ।

ছেলে হত্যায়

এলাকাবাসীর সন্দেহ হলে রফিকুলের বাবা দবিরুল ও সৎ ভাই সাইফুল পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদেরকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, আমরা ঘটনাস্তলে গিয়ে অভিযুক্ত
পিতা দবিরুল ইসলাম ওরফে পাপকে এবং সৎ ভাই সাইফুল ইসলাম ওরফে হাবাকে গ্রেফেতার করি।
অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে।

আরো পড়ুনঃ জন্মই যার আজন্ম পাপ, সুরক্ষা কবজ জন্মদাতার কাছেও নেই যার সুরক্ষা

Leave your comments