নারী ইমার্জিং দল

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে শনিবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ নারী
ইমার্জিং দল। এই দলে খাদিজাতুল কুবরা ও শারমীন আক্তারের মতো জাতীয় দলের ক্রিকেটারও আছেন।

তবে কোচ অঞ্জু জৈন জানিয়েছেন, রাজশাহীতে তিন সপ্তাহের এক অনুশীলন শিবিরে ২৮ জন নারী
ক্রিকেটারের মধ্য থেকেও প্রতিভাবান বেশ কয়েকজনকে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য।
ইমার্জিং এশিয়া কাপ সামনে রেখে দক্ষিণ আফ্রিকায় উদীয়মান এসব নারী ক্রিকেটারের জমাট প্রস্তুতি হবে
বলেও বিশ্বাস এই ভারতীয় কোচের, ‘এমন একটি সফর থাকাতে ভালোই হলো।

এখান থেকেই আমরা বিকল্প খেলোয়াড়ের শক্তিশালী জোগান নিশ্চিত করতে চাই। তা ছাড়া সামনে তো এশিয়া কাপও আছে।’

দল ১৪ জনের হলেও এই সফরে ক্রিকেটার যাচ্ছেন আসলে ১৯ জন। দলের অংশ নন তবে দক্ষিণ আফ্রিকায় একই সঙ্গে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে জাতীয় দলের সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, লতা মণ্ডল এবং আয়েশা রহমানদের জন্যও। কাজেই আজ নিগার সুলতানার দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ফ্লাইটে চড়ে বসছেন তাঁরাও। ২৩, ২৫ ও ২৮ জুলাই দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে তিনটি হবে প্রিটোরিয়াতে। টি-টোয়েন্টি তিনটি হবে ৩১ জুলাই, ১ ও ৪ আগস্ট।

১৪ জনের দল : নিগার সুলতানা (অধিনায়ক), শারমীন সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মুশতারি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, সুরাইয়া আজমিম, শায়লা শারমীন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম, রিতু মনি, সানজিদা ইসলাম, নুজহাত তাসনিয়া এবং শারমীন আক্তার।

বাংলাদেশ নারী ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক রুমানা বলেন, আমরা ব্যাটিংয়ের ওপর জোর বেশি দিচ্ছি।

বাংলাদেশ নারী টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সালমা বলেন, সাউথ আফ্রিকার কন্ডিশনের সাথে
পরিচিত হলে সামনের টুর্নামেন্টের সাথে খাপ খাইয়ে নিতে আমাদের সুবিধা হবে।

এই সিরিজে ভালো করাদের জন্য দুয়ার খুলে যাবে জাতীয় দলের। আর সাথে গেল বছর প্রোটিয়াদের কাছে
সিরিজ হারের মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে আছে কোচও।

কোচ দেবিকা বলেন, কন্ডিশনটাই দলের জন্য মূল প্রতিপক্ষ হবে।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই।

Leave your comments