নগ্ন ছবি ধারণ ও চাঁদা দাবি

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর নগ্ন ছবি ধারণ করে অনৈতিক প্রস্তাব ও চাঁদা দাবি করার অভিযোগে অশ্বিনী কুমার বর্মণ
(৩২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।

গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের
শাসলাপিয়ালা গ্রাম থেকে অশ্বিনী কুমার বর্মণ কে আটক করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের
ইউপি সদস্য ও মৃত-বিজয় কুমার বর্মণ এর ছেলে।

গৃহবধূর লিখিত অভিযোগ থেকে জানা যায়, ২০ দিন পূর্বে আউলিয়াপুর ইউনিয়নের নারায়ণ চন্দ্র বর্মনের ছেলে
জীবন চন্দ্র বর্মন (২৬) ওই গৃহবধূকে ভূল বুঝিয়ে শহরে তার এক বাড়ীতে নিয়ে আসে। সেখানে একটি ঘরে
তাকে আটকে রেখে জীবন ও অশ্বিনী কুমার তার গলায় ছুরি ঠেকিয়ে পরিধেয় কাপড় খুলে নগ্ন করে কিছু ছবি
ধারণ করে ।

ধর্ষণের চেষ্টা

জীবন ও অশ্বিনী গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করলে গৃহবধূর চিৎকারে তারা ব্যর্থ হয়। পরে অশ্বিনী তার সহযোগী
জীবনের মটরসাইকেলে গৃহবধূকে তার বাড়ীর পাশে নামিয়ে দিয়ে বলে, তার স্বামীর কাছ থেকে এক লক্ষ টাকা
না নিয়ে দিলে এই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। ভয়ে ওই গৃহবধূ তার স্বামীকেও এ ঘটনা জানাননি।

কিন্তু গত ২৫ আগষ্ট বিকেলে গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে তার বাসায় প্রবেশ করে অশ্বিনী কুমার আবারও তার
কাছে এক লক্ষ টাকা দাবি করে। এসময় সেই গৃহবধূ তাৎক্ষণিক অশ্বিনী কুমারকে তার স্বামীর গচ্ছিত ২০
হাজার টাকা প্রদান করেন। এসময় অশ্বিনী কুমার টাকা হাতে নিয়ে আগামী দুই দিনের মধ্যে বাকী আশি হাজার
টাকা না দিলে এবং তার সাথে দৈহিক সম্পর্ক না করলে সেই ভিডিওগুলি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে
চলে যায়।

সালিশ বৈঠক

এ ঘটনার পর ওই গৃহবধূ সমস্ত ঘটনা তার স্বামীকে জানান। পরে তার স্বামী বিষয়টি এলাকার চেয়ারম্যান-
মেম্বারদের জানালে একটি সালিশ বৈঠক হয়। সেখানে অভিযুক্তরা তাদের অপকর্মের কথা স্বীকার করে আবারও
হুমকি দিয়েবলে আমরা এটা ইন্টারনেটে ছেড়ে দিবো, তোমাদের কিছু করার থাকলে করো।

পরে উপায় না পেয়ে ওই গৃহবধূ সোমবার চারজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত
অভিযোগ দেয়।আটকের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান (পিপিএম-সেবা)
জানান, গৃহবধূর লিখিত অভিযোগের প্রেক্ষিতে অশ্বিনী নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বিষয়টি
তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ

Leave your comments