স্কুল-২ পর্যায়ে চার হাজার ১২৯ জন, স্কুল পর্যায়ে ৫৫ হাজার ৫৯৬ জন এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার ২৭৫ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পঞ্চদশ শিক্ষক নিবন্ধন

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ থেকে জানা যাবে। এছাড়া উত্তীর্ণদের টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারিতে অংশ নিতে স্কুল-২ এবং স্কুল ও কলেজ পর্যায়ে ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী আবেদন করলেও গত ১৯ এপ্রিল অুনষ্ঠেয় এই পরীক্ষায় ৭ লাখ ৪০ হাজার ২৪০ জন অংশ নেন।

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়।

২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই পরীক্ষা নেওয়া শুরু করে।

স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধারভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে।

আরো পড়ুন: ঠাকুরগাঁও স্কুলে তথ্য সংঘ দিবস উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

Leave your comments