আজ রোববার (৩০ জুন) জাতীয় সংসদে পাস হবে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১শ’ ৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ।

সকাল ১০ টায় শুরু হয়েছে সংসদ অধিবেশন। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটটি পাশ হচ্ছে আজ।

আগামী পহেলা জুলাই থেকে থেকে কার্যকর হবে এ বাজেট। এ বাজেটটি চলতি অর্থবছরের সংশোধিত
বাজেটের চেয়ে ১৮ শতাংশ বড়। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৮
দশমিক ২ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।

তবে তীব্র সমালোচনার মাঝেও সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব বহাল রয়েছে এখনো।

গত ১৩ জুন বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরো পড়ুনঃ কমফোর্ট হাসপাতালে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

Leave your comments