মানববন্ধন : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালী সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে, প্রত্যাহারকৃত সেনাক্যাম্পের খাসভূমি
দখল রোধ করতে ও পাহাড়ের সন্ত্রাসীদের নিমূল করতে পার্বত্য চট্টগ্রাম হতে ইতিপূর্বে প্রত্যাহারকৃত সকল সেনা
ক্যাম্প পুনঃস্থাপন ও নতুন নতুন সেনা ক্যাম্প স্থাপন করা, খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় পার্বত্য চট্টগ্রাম
বিষয়ক মন্ত্রনালয়, ইউএনপিডি ও পার্বথ্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বিতরণকৃত গবাদি পশু, সেচ পাম্প ও
পাওয়ার টিলার বিতরণে পাহাড়ী-বাঙ্গালী বৈষম্য এবং খাগড়াছড়ি জেলা শহরের টিএন্ডটি গেইট সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে প্রবীন হিতৈষী সংঘের ভবন নির্মান করার প্রতিবাদ ও দ্রুত মাঠ বিদ্যালয়ের
নামে বন্দোবস্তি দেওয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

আজ সোমাবার দুপুর ১টা দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জি. আব্দুল মজিদ।

জেলা সভাপতি মোঃ আসাদুল্লাহ আসাদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন কায়েশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধি

আরো পড়ুনঃ টিউবওয়েলের পানি আনতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

Leave your comments