মঙ্গলবার  বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের তত্ত্বাবধানে এবং ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে কুড়িগ্রাম জেলার বর্তমান পুষ্টি পরিস্থিতি এবং করণীয় শীর্ষক সেমিনার মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ এর সংঘ প্রকল্প কুড়িগ্রামে গর্ভবতী নারী, কিশোরী ও শিশুদের নিয়ে কাজ করবে।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডা: মো: মওদুদু হোসেন এডভাইজার, সিসিটিএন, জাতীয় পুষ্টি সেবা ঢাকা। বক্তব্য রাখেন
জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, ডেপুটি সিভিল সার্জন ডাঃশহীদুল্লাহ লিংকন, সংঘ প্রকল্পের ডেপুটি প্রজেক্ট
ম্যানেজার প্রতীক প্যাটেল, রংপুর বারটনের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছাদেকুল ইসলাম প্রমুখ।

এই প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার ৫ লক্ষ ৬ হাজার ৩২৬জন অপুষ্টিতে ভোগা কিশোরীসহ মা ও শিশুদের স্বাস্থ্যগত উন্নয়ন নিয়ে সংঘ প্রকল্প কার্যক্রম পরিচালনা করছে।

ফিরোজ কবির কাজল

আরো পড়ুনঃ কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ১৯

শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা মনোনিত হয়েছেন উলিপুরে সায়মা বিনতে আবেদিন

Leave your comments