বাংলাদেশের কুমিল্লায় সংখ্যালঘুর বাড়ীতে হামলার ফলশ্রুতিতে বিজেপি সাংসদ ‘সুবরামানিয়ান সওয়ামি’ তার টুইটার এ্যকাউন্টে একটি টুইট করেন।আদিত্যা রাজ কাউলের একটি টুইটার পোস্টের প্রেক্ষিতে তিনি এই টুইটটি করেন।তিনি তার টুইটে বলেন, ‘বাংলাদেশ সরকারের উচিৎ কঠোরভাবে এটি দমন করা অথবা ইন্ডিয়া আপনার জন্য সেনা পাঠাবে তাদের ক্র্যাক ডাউন করতে’।টুইটটি করার সাথে সাথেই সেটি ভাইরাল হয়ে যায়।এই রিপোর্ট লেখা পর্যন্ত ইতোমধ্যে টুইটটিতে কয়েকলাখের অধিক রিএ্যকশন পড়েছে এবং হাজারের অধিক কমেন্ট জমা হয়েছে।তবে কমেন্ট কারীদের অধিকাংশই তার বক্তব্যের সাথে ভিন্নমত পোশন করেন।সুবরামানিয়ান সওয়ামির টুইটার এ্যকাউন্ট হতে সংগৃহীত গার্গি নামের একজন কমেন্ট করেন, যেখানে আমরা ইতোমধ্যেই দুইটি বৃহৎ প্রতিবেশীর সাথে যুদ্ধাবস্থায় আছি, সেখানে এমন বক্তব্য সত্যিই হাস্যকর।দিপ্তি নামের একজন কমেন্টে বলেন, আমাদের উচিৎ আগে আমাদের নিজেদের ঘর সামলানো।ভিপিন খাড়ি বলেন, চায়নার সাথে বর্তমানে আমাদের কি অবস্থা সেটি আগে প্রকাশ করেন, তারপর এইসব পাগলের প্রলাপ করেন।সাইগাল রাও লেখেন, যখন প্রতিবেশী বেশিরভাগ দেশেরসাথেই আমাদের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তখন এই ধরনের টুইট এর মাধ্যমে তা আরো সম্প্রসারিত করা আপনারমত লোকের কাছে থেকে আশা করতে পারি না।প্রসঙ্গত, সুবরামানিয়ান সওয়ামি ভারতীয় রাজনীতির একজন প্রবীণ ব্যক্তি।তিনি একাধিকবার সাংসদ নির্বাচিত হওয়ার পাশাপাশি দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ম্যাথমেটিকাল ইকোনিমিকসের অধ্যাপক ছিলেন।তিনি তাঁর হিন্দু জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত।তিনি ভারতের পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন এবং চন্দ্র শেখর সরকারের মন্ত্রিপরিষদে ছিলেন।তিনি শ্রম স্ট্যান্ডার্ডস এবং আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের চেয়ারম্যান ছিলেন।

Leave your comments