দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ে সামান্য
বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি প্রবেশ করে শ্রেণিকক্ষের ভেতরে। এতে
শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

জানা গেছে, পাশাপাশি এই দু’টি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার। গত কয়েক বছর ধরে এই
বিদ্যালয় দুটির প্রধান সমস্যা জলাবদ্ধতা। সামান্য বৃষ্টি হলেই মাঠ ডুবে যায়। তাছাড়া পানি ঢুকে যায়
শ্রেণিকক্ষেও। এ কারণে শিক্ষার্থীরা বর্ষায় বিদ্যালয়ে আসতে চায় না। এতে করে তারা প্রায় তিন থেকে চার মাস
পড়ালেখায় পিছিয়ে পড়ছে।

শিক্ষকরা বলছেন, জলাবদ্ধতার কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাচ্ছে। পাঠদানও ব্যাহত হচ্ছে।
এ অবস্থায় স্কুলও বন্ধ রাখাও সম্ভব নয়।

পাঠদান ব্যাহত

ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী মারুফ হাসান মুন জানায়, বৃষ্টির কারণে বিদ্যালয়ে
আসতে পারি না, পোশাক, বইপত্র ভিজে যায়। মাঠে খেলাধুলা করতে পারি না, পাঠদান পানির মধ্যে করতে
হয়।

ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ফারিহা তাসনীম শামসী জানায়, বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতায়
চলাফেরা করা যায় না। ময়লার দুর্গন্ধ আর পোকা-মাকড়ের উপদ্রবে বিদ্যালয়ে পড়াশোনায় মন বসে না।

আরো পড়ুনঃ ঠাকুরগাঁও ১০৩ টাকায় পুলিশে চাকুরি পেয়ে যুবকদের স্বপ্নপূরণ

Leave your comments