বৈশ্বিক জ্ঞানসূচকে তলানিতে রয়েছে বাংলাদেশ।১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে সবার নিচে।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৈশ্বিক জ্ঞানসূচক–২০২০ প্রকাশ করা হয় গত বৃহস্পতিবার।সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম মধ্যপ্রাচ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ২০০৭ সালে তাঁর নামে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নলেজ ফাউন্ডেশন গড়ে তোলেন।প্রাক-বিশ্ববিদ্যালয় শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন,তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, অর্থনীতিসহ সাতটি বিষয় বিবেচনায় নিয়ে এবারের বৈশ্বিক জ্ঞানসূচকের তালিকাটি তৈরি করা হয়েছে।এবারের তালিকায় প্রথম পাঁচটি দেশ হলো সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, সুইডেন ও নেদারল্যান্ডস। ১৩৮টি দেশের মধ্যে তালিকায় একেবারেই শেষে রয়েছে চাদ।এই দেশের ওপরে থাকা চার দেশ হলো যথাক্রমে অ্যাঙ্গোলা, মৌরিতানিয়া, নাইজার ও কঙ্গো।বৈশ্বিক জ্ঞানসূচক প্রতিবেদনের পুরো প্রচ্ছদবৈশ্বিক জ্ঞানসূচক প্রতিবেদনের পুরো প্রচ্ছদ দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে আফগানিস্তান ও মালদ্বীপকে তালিকায় রাখা হয়নি।বাকি ছয় দেশের মধ্যে ভারত বৈশ্বিক তালিকায় ৭৫তম অবস্থানে রয়েছে।এ ছাড়া শ্রীলঙ্কা ৮৭তম, ভুটান ৯৪তম, নেপাল ১১০তম, পাকিস্তান ১১১তম ও বাংলাদেশ ১১২তম অবস্থানে রয়েছে।তবে যে সাত বিষয় বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়েছে,সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশ কোথাও কিছুটা এগিয়ে রয়েছে, আবার কোথাও রয়েছে তলানিতে।এর মধ্যে প্রাক–বিশ্ববিদ্যালয় শিক্ষায় বাংলাদেশ বিশ্বে ৬৯তম।উচ্চতর শিক্ষায় এ দেশ ১২৯তম।বাংলাদেশ গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবনে ১৩৮টি দেশের মধ্যে ৯৬তম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৯৭তম এবং অর্থনীতিতে ১১৪তম।

Leave your comments