যুক্তরাষ্ট্রের রাজনীতিতে গভীর এবং তিক্ত মেরুকরণের কোনও সমাধান আছে কি?এমন প্রশ্নের উত্তর হয়তো আসবে- হ্যাঁ, আছে।কিন্তু সেটা কাজ করছে না।এই সমাধানটি হয়তো সংকটের আকারে আসতে পারে।এই মুহূর্তে, দেশটি তার একশো বছরের ইতিহাসে সবচেয়ে বড় জনস্বাস্থ্য সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের পর এখনো পর্যন্ত সেখানে আক্রান্তে সংখ্যা ২ কোটি ছুঁই ছুঁই করছে।এর মধ্যে ৩ লাখ ২০ হাজারের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে এবং দিনে দিনে এই সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।সারা বিশ্বের মধ্যে দেশটি সর্বাধিক খারাপ অবস্থানে রয়েছে। তবুও যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরো বিভক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্র সরকার সঙ্কট মোকাবেলায় স্বভাবতই ভাল কাজ করে।যখনই তারা বাধার সম্মুখীন হয়েছে তখনই তারা সেই সঙ্কট মোকাবেলা করে স্বাভাবিকভাবে কাজ করতে পারে।সঠিক পরিস্থিতিতে বাধা ভেঙ্গে তারা এগিয়ে গিয়েছে।ঠিক এমনই পরিস্থিতি এবারের অর্থনৈতিক উদ্দীপনা বিলেও লক্ষ্য করা যাচ্ছে।১৯৫৭ সালে,সোভিয়েত ইউনিয়ন যখন স্পুটনিক নামে তাদের প্রথম মহাকাশ উপগ্রহ চালু করেছিলো, তখন যুক্তরাষ্ট্র অনেকটা হতবাক হয়েছিল।এর ফলে মার্কিন ফেডারেল সরকার শিক্ষা খাতে গভীর মনোযোগী হয়।এ বিষয়টিকে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি দায়বদ্ধতা হিসেবে দেখা হচ্ছিল।যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলায় সৃষ্ট সঙ্কটের পরেও এমনটি ঘটেছিল।ধ্বংসাত্মক সন্ত্রাসী ওই আক্রমণ দেশের গভীরে রাজনৈতিক বিভাজনকে আরো ত্বরান্বিত করেছিলো। উদাহরণস্বরূপ বলা যায়,২০০১ সালের ৯/১১-এর প্রায় এক বছর পর প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ যেসব কাজ করছিলেন,তাতে সমর্থন ছিল বেশিরভাগ ডেমোক্রেটের।হামলার এক বছর পর অর্থাৎ ২০০২ সালের সেপ্টেম্বরে যখন বুশ প্রশাসন ইরাক আগ্রাসনের ঘোষণা দিয়েছিলো, তখনই তাদের সুবোধ যুগের অবসান ঘটেছিলো।ইরাক যুদ্ধ ঘোষণার সিদ্ধান্তে পুরনো সব বিভক্তি নতুন করে জেগে ওঠে।যেনো আরো একটি ভিয়েতনাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো।দেশটির রাজনীতিবিদরা সবসময় এমন বিতর্কিত বিষয়গুলোকে সঙ্কটে পরিণত করার চেষ্টা করে থাকেন- এই যেমন পরিবেশ সঙ্কট,শিক্ষা সঙ্কট বা শক্তি সঙ্কট- যা-ই হোক না কেন সমস্যা নিরসনের একমাত্র সমাধান হিসাবে তারা যুদ্ধকেই বেছে নিয়ে ‘যুদ্ধ’ ঘোষণা করেন।যেমন দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ,অপরাধের বিরুদ্ধে যুদ্ধ, মাদকের বিরুদ্ধে যুদ্ধ, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। দেশটি তাদের জনমত নির্ধারণের জন্য সঙ্কট নিরসনে যুদ্ধ ছাড়া অন্য কোন উপায় যেনো সেখানে কাজ করবে না।ব্যাপারগুলোকে সেভাবে সাজানো হয়নি।এই করোনা মহামারিও অবশ্যই একটি বড় সঙ্কট হিসাবে বিবেচিত হওয়ার যোগ্যতা রাখে।কারণ এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রতিদিন হাজার হাজার নাগরিক মারা যাচ্ছেন,অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, ভ্রমণে নিষেধাজ্ঞা,খাবারের সঙ্কট,বিনোদনের অভাব,প্রতিবেশি বা আত্মীয়দের সঙ্গে মিলিত হতেও বাধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত।তাহলে এটি কি কোন সঙ্কট নয়? সঙ্গত কারণে উত্তর হবে- অবশ্যই। এটি একটি বড় সঙ্কট।তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা এই সঙ্কটকে স্বীকার করতে অস্বীকৃতি জানান। জাতির এই জরুরি সঙ্কটের সময় পুরো দেশকে একত্রিত না করে তারা কয়েকটি ভাগে বিভক্ত করেছে।জনস্বাস্থ্য নিয়ে বিজ্ঞানের বিশ্লেষণকে নিয়েও বিতর্ক ছড়িয়ে গেছে রাজনীতিতে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিটি সরকারি নিষেধাজ্ঞাকে ভঙ্গ করে বিষয়টি আরো অনিয়ন্ত্রিত করে তোলেন।যেমন- লক ডাউন, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মানা, বাড়িতে অবস্থান করাসহ বেশিরভাগ নিয়মই লঙ্ঘন করেছেন।তার সমর্থকরা এসব নিয়ে অভিযোগ করে বলেন, সরকার আমাদের বড়দিনের আনন্দ কেড়ে নিয়েছে।জনস্বাস্থ্য বিধিনিষেধ নিয়ে বিতর্কটি এখন ‘কোভিড কালচারাল ওয়ার বা কোভিড যুদ্ধে’ পরিণত হয়েছে। এক্ষেত্রে উস্কানি দিয়ে ট্রাম্প প্রশাসন বিষয়টিকে আরো বেশি হাস্যকর করেছে।ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় হোয়াট হাউজেই বিশাল নির্বাচনী সমাবেশ করে। সেখানে সামাজিক দূরত্ব মানার কোন ছিটেফোঁটাও ছিলো না।এই ইভেন্টগুলো মূলত পরবর্তীতে করোনা সংক্রমণে ‘সুপার স্প্রেডার’ হিসাবে কাজ করেছে।তাছাড়া দেশটিতে করোনার টিকা অনুমোদনের বিষয়টি ট্রাম্প প্রশাসনকে অনেকটা বিশ্রী পরিস্থিতিতে ফেলেছে।করোনা ভাইরাসের টিকা বিতরণের জন্য গঠিত অপারেশন ওয়ার্প স্পিডের কৃতিত্ব নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।তাহলে ঘটনা কি ঘটছে?করোনা ভাইরাসের টিকা বিরোধী একটি আন্দোলন মার্কিনিদের মধ্যে গড়ে উঠছে।তারা টিকায় আস্থা রাখে না।একই সঙ্গে টিকা নেয়ার বিরোধিতা করে।মার্কিনিদের মধ্যে প্রায় অর্ধেক এখন এই টিকা নেবেন বলে সুনির্দিষ্ট করে জানিয়েছেন।টিকা বিরোধী বিক্ষোভ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।করোনা মহামারির বিধিনিষেধ মানতে অস্বীকৃতি জানানোর জন্য নিউ ইয়র্ক সিটির একটি বার-এর মালিককে গ্রেপ্তার করাপ হয়েছে।লং আইল্যান্ড ম্যানসনে একটি পার্টি আয়োজন করা হয়েছিল।সেখানে যোগ দিয়েছিলেন ৪০০ অতিথি।সেই পার্টি ভেঙে দিতে সেখানে পুলিশ ডাকা হয়েছিল।যখন লস অ্যানজেলেস কাউন্টির স্বাস্থ্য বিভাগ সেখানকার রেস্তোরাঁয় আউটডোর সার্ভিস নিষিদ্ধ করে,তখন স্থানীয় মিউনিসিপ্যালিটিগুলো তাদের নিজেদের মতো স্বাস্থ্য বিভাগ পরিচালনার জন্য ভোট দেয়।আরো বিব্রতকর বিষয় হলো ‘মেডিকেল ফ্রিডম’ আন্দোলন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছে।তাদের পক্ষে রয়েছেন ট্রাম্প। আর তার সমর্থকরা তাকে অনুসরণ করছেন।প্রেসিডেন্ট ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই দাবি করছেন এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরি করা হয়েছে এবং এই নির্বাচনকে বাতিল করতে হবে।তার অভিযোগ, নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে উদ্ভট ভোটিং মেশিনে হানা দেয়া হয়েছে।এ থেকে এখন স্পষ্টতই দেখা যাচ্ছে আমি বিজয়ী। বিষয়টি তার কাছে এবং তার গোঁড়া সমর্থকদের কাছে স্পষ্ট হতে পারে, যারা ‘স্টপ দ্য স্টিল’ প্রতিবাদ করছেন এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন।ট্রাম্প সমর্থকরা ভোট জালিয়াতির অভিযোগ এনে ভুল তথ্য প্রচার করছেন।ভোট জালিয়াতি রুখতে ট্রাম্পের আইনি টিমের সদস্য এটর্নি জেনারেল সিডনি পাওয়েল।

Leave your comments