হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধে সেচ্ছাসেবক টিম ও নো থ্যাংকস সামাজিক সংগঠনের উদ্যোগে জনসচেতনতা মূলক মাইকিং করা হয়।

শুক্রবার ১৭ জুলাই মাধবপুর বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে মাইকিং করা হয়,,

এই সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ করোনা প্রতিরোধে সেচ্ছাসেবক টিম এর আহবায়ক ব্যারিষ্টার রুহুল আমিন, ও সদস্য সচিব এডভোকেট আফছার উদ্দিন চৌধুরী ও
মাধবপুর প্রতিনিধি শেখ আরিয়ান রুবেল সহ মাধবপুর উপজেলার প্রতিনিধি দায়িত্বে স্বেচ্ছাসেবক গন,
নো থ্যাংকস সামাজিক সংগঠনের উপদেষ্টা টিটু সরকার, নাষ্টু রায়, লিঠন পাঠান,

নো থ্যাংকসে প্রতিষ্ঠাতা পরিচালক অলক রায়, সভাপতি নয়ন রায়, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী সদস্য অর্জুন দাস,নাজমুল হাসান,গিরিধন সরকার কামিনী ঋষি, নান্ঠু মোদক, প্রশান্ত দাস সহ সংগঠনে সকল সদস বিন্দু

এই সময় হবিগঞ্জ জেলা করোনা প্রতিরোধে সেচ্ছাসেবক টিম এর আহবায়ক ব্যারিষ্টার রুহুল আমিন মিহন ভাই আমাদের জানান বাংলাদেশে করোনা প্রাদুর্ভাব আসার শুরু থেকে হবিগঞ্জ জেলার বাসিন্দাদের করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা লক্ষ্যে সচেতনতা মূলক কাজ করে আসছেন এবং
স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকে জেলা প্রশাসকে পি,পি,ই, মাক্স্য, ডাক্তার, নার্স, ও করোনা আক্রান্ত ব্যক্তিদের সেবাদান কারিদের থাকার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা করা সহ জনগনকে স্বচেতন

করার লক্ষে নিয়মিত মাইকিং করা হচ্ছে জেলা ব্যাপি।

 

গিরি ধন সরকার, মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি

Leave your comments