গিরি ধন সরকার,মাধবপুর প্রতিনিধিঃ মাধবপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে লটকন বিক্রির ধুম পরেছে।
মাধবপুর ছোট বড় প্রাই সব বাজারে লটকন বিক্রি করতে দেখা গেছে।
মাধবপুর বাজারের এক লটকন ব্যবসায়ী সাথে কথা কথা বললে।
তিনি দৈনিক আমার হবিগঞ্জ’কে বলেন,লটকন মৌসুমি জাতীয় ফল,তাই লটকনের প্রতি ক্রেতার চাহিদা বেশি, লটকন বিক্রি করে প্রতি বছর ৫ থেকে ১০ হাজার টাকা লাভ হয়।

তাই তিনি প্রতি বছর মাধবপুর বাজারের খোলা স্থানে বসে লটকন বিক্রি করে।
লটকন প্রতি কেজি ৬০/৭০ টাকা বিক্রি হয়।
তিনি আরো বলেন লটকনের দাম এবং মান ভাল হওয়াতে বিক্রি ভাল হচ্ছে।
মাধবপুর পৌর বাজার সহ জগদীশপুর, মনতলা, হরশপুর বাজার সহ লটকনের চাহিদা বেশি।
তাছাড়া,ফলটি যেমন সুস্বাদু তেমনি রয়েছে তার উপকারিতা। ফলটি দেখতে
ছোট হলেও অবহেলা করার মতো নয়।
নানান ফলের ভিড়ে লটকনের চাহিদা বেশ ভাল
লটকন একটি পুষ্টিকর ফল। এতে ভিটামিন ও খাদ্যশক্তিসহ নানা রকম খনিজ উপাদান রয়েছে।
জানা যায়“লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। দিনে দুতিনটি লটকন খেলে শরীরের ভিটামিন সি’র চাহিদা পূরণ হয়।”
এছাড়াও রয়েছে নানা রকম পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রুচি বাড়াতে লটকন বেশ উপকারী।

Leave your comments