শেরপুর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ছানােয়ার হােসেন তরফদার (৫৫) নামে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার মৃত্যু
হয়েছে। ১৬ জুন মঙ্গলবার ভােরে জেলা সদর হাসপাতালে মারা যানতিনি ছানােয়ার হােসেন শহরের বাগরাকসা মহল্লার
বাসিন্দা ও ঢাকায় বিদ্যুৎ বিভাগের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ নিয়ে জেলায় করােনায় ৩ জনের মৃত্যু হলাে।পূর্বের দুজন নালিতাবাড়ি ও নকলা উপজেলার।তবে করােনায় আক্রান্ত হয়ে
আইসােলেশনে থাকাবস্থায় এটাই শেরপুর জেলার প্রথম মৃত্যু। অপর দু’জনের মৃত্যুর পর নমুনা পরীক্ষায় করােনা শনাক্ত
হয়েছিল। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং করােনা ফোকাল পারসন ডাঃ মােবারক হােসেন ওই
তথ্য নিশ্চিত করে জানান, স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হবে।

স্থানীয় সুত্রে জানা যায়, ছানােয়ার হােসেন তরফদার জামালপুরের সরিষাবাড়ী এলাকার অধিবাসী হলেও দীর্ঘদিন যাবত
শেরপুর বিদ্যুৎ বিতরণ বিভাগে চাকরির সূত্রে শহরের বাগরাকসা এলাকায় বাসা করে বসবাস করছিলেন। পরবর্তীতে তিনি
রাজধানী ঢাকায় বিদ্যুৎ উন্নয়ন বাের্ডে বদলি হন। সম্প্রতি অসুস্থ অবস্থায় শেরপুরের বাসায় অবস্থান করা কালে গত ১০ জুন
তার নমুনা করােনা ভাইরাসের পরীক্ষার জন্য দেন।

১২ জুন তার করােনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকেই তিনি শহরের বাগরাকসা মহল্লার নিজ বাসায় আইসােলেশনে
ছিলেন। সােমবার রাতে ছানােয়ার হােসেনের শ্বাসকষ্ট বেশি হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার
আরও অবনতি হলে মঙ্গলবার ভােরে মারা যান তিনি।

 

এম এ কাশেম,শেরপুর(নালিতাবাড়ি)

 

আরো পড়ুনঃ বর্ষিয়ান নেতা নাসিমের মৃত্যুতে নালিতাবাড়ি আওয়ামী পরিবারের সন্তানের পক্ষ থেকে শোকাহত।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের হিসাব রক্ষকের খুটির জোর কোথায়  

করোনা সচেতন ও অতিরিক্ত ভারা বন্ধে কুড়িগ্রাম পুলিশের বিশেষ উদ্দ্যোগ 

Leave your comments