ছেলেধরা গুজবে বিভ্রান্ত না হতে ঠাকু‌রগাঁও‌য়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী‌দের মাঝে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সদর থানা পুলিশ।এরই অংশ হিসেবে বুধবার দুপুরে শহ‌রের ইকো কলেজ সহ বি‌ভিন্ন
শিক্ষা প্র‌তিষ্ঠা‌নের শিক্ষার্থীদের মাঝে সচেতনাতমূলক বক্তব্য রা‌খেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ও‌সি)আশিকুর রহমান।

এ সময় ও‌সি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,‌ছেলে ধরা গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। পদ্মাসেতুতে
মানুষের মাথা ও রক্ত লাগবে- এটি সম্পূর্ণ

গুজব। এ ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তি‌নি। তি‌নি বলেন, কেউ যেন ছেলেধরা সন্দেহে
কাউকে গণধোলাই না দেন । সন্দেহভাজন কোন ব্য‌ক্তি‌কে দেখলে নিকটস্থ থানায় কিংবা পু‌লিশ হেল্প লাইনে
যোগাযোগ করারও পরামর্শ দেন শিক্ষার্থী‌দের । তারপরও এ ধরনের গুজব ছড়িয়ে যারা অস্থিতিশীল পরিবেশ
তৈরি করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া
হবে ব‌লে জানান এ কর্মকর্তা।

আরো পড়ুনঃ নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি

Leave your comments