সিলিন্ডার বিস্ফোরণ :রাজধানীর গ্রিন রোডে কমফোর্ট জেনারেল হাসপাতালের নিচতলায় গ্যাস সিলিন্ডার
বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তারা হলেন-
রাশেদ (৩৫), ফয়েজ (৩০), সুজন (১৯) ও লতিফ (২০)।

সিলিন্ডার বিস্ফোরণ

জানা গেছে, নিচতলায় আরটেক্স শোরুমে ডেকোরেশনের কাজ করছিলেন চার শ্রমিক। এ সময় হঠাৎ
বিস্ফোরণের ঘটনা ঘটে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি হয়েছে তা
এখনও স্পষ্ট নয়।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ
চারজনকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ফয়েজের ৪০ শতাংশ, রাসেলের ৬২ শতাংশ, সুজনের ১৮ শতাংশ এবং
রকিবের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ শ্রমিকেরা জানান, তারা কমফোর্ট ডক্টরস চেম্বারে বেশ কয়েকদিন ধরে তাঁরা সাজসজ্জা ও সংস্কারের কাজ
করছিলেন। আজ সকাল নয়টার দিকে নিচতলার ওই কক্ষে গিয়ে বাতি জ্বালানোর জন্য এক কর্মী সুইচে চাপ
দেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কক্ষটিতে বিস্ফোরণ হয়।

তরিকুল নামে এক কলেজছাত্র তাদের উদ্ধার করে বেলা সাড়ে ১০টার দিকে ঢামেকে নিয়ে আসেন। ঢামেক
পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুনঃ ভুল আম্পায়ারিংয়ে ভরা এক বিশ্বকাপ

Leave your comments