প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রবেশ পত্রে নাম ভুলের কারণে স্বপ্ন পুরন হলোনা লিসা আক্তার নামে এক বাক প্রতিবন্ধী শিক্ষার্থীর।

সে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগেশ্বরবাড়ী মিয়ারদ্দীন দাখিল মাদ্রাসার ছাত্রী । প্রবেশপত্রে লিসা আক্তারের
নামের পরিবর্তে লেখা হয়েছে মৌরি আক্তার । তার বাবা ও মায়ের নাম বিকৃতি করা হয়েছে প্রবেশ পত্রে ।

ওয়ালিউর রহমান অভিযোগ করে বলেন,  সমাপনী পরীক্ষার প্রথম দিন তার মেয়ে সকালে বানাগাঁও সরকারি প্রাথমিক
বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে বিড়ম্বনা পড়ে । তিনি মাদ্রাসার কতৃপক্ষকে এ বিষয়ে দায়ি করেন । নাগেশ্বরবাড়ী
মিয়ারদ্দীন দাখিল মাদ্রাসা সুপার আবু তালেব লিসা চতুর্থ শ্রেণী পাশ করার পর তাকে তার অভিভাবক অন্য শিক্ষা
প্রতিষ্ঠানে ভর্তি করে । সে শুধু আমার শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতো । এর জন্য যে প্রতিষ্ঠানে তার নাম রয়েছে তারা
দায়ি । তবে লিসার বাবা তা মানতে রাজী না ।

উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, মেয়েটির পরিবারের লোকজন ঘটনার কথা আমাকে জানিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

 

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আরো পড়ুনঃ তিস্তা থেকে রমনা রেলপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ , বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশঙ্কা

Leave your comments