সড়ক পরিবহন আইন-২০১৮ সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মশালা ও ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে জেলা পরিষদ হলরুমে মটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং শ্রমিকরা কর্মশালায় অংশগ্রহন করেন।

পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মটরযান পরিদর্শক
মাহাবুবার রহমান,  ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জাহিদ সরোয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি
এডভোকেট আহসান হাবীব নীলু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার, সেক্রেটারী
শহিদুজ্জামান রাছেল, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

বক্তারা সড়কে শৃংখলা বজায় রাখতে নতুন সড়ক পরিবহন আইন মেনে চলার আহবান জানান। এছাড়াও
নতুন আইনে শাস্তি ও জরিমানা এড়িয়ে চলার জন্য সচেতনতার পাশাপাশি বৈধ কাগজপত্র সঙ্গে রাখার
আহবান জানানো হয়।

ফিরোজ কবির কাজল
Leave your comments