কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে ।সোনাহাট স্থলবন্দর ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের (সি এন্ড এফ) সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত পত্রে জানা গেছে,
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আগামী ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত মোট ৪ দিন সোনাহাট স্থলবন্দরের সকল  আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ২৮ অক্টোবর থেকে স্থলবন্দরের কার্যক্রম যথানিয়মে চলবে।উল্লেখ্য, দেশের ১৮ তম স্থলবন্দর হিসেবে আমদানী – রপ্তানী কার্যক্রম চলছে সোনাহাট স্থলবন্দরে। এই স্থলবন্দর দিয়ে বর্তমানে পাথর ও কয়লা আমদানীর পাশাপাশি ঝুট তুলা ও প্লাস্টিক সামগ্রী রপ্তানী হচ্ছে। দৈনিক গড়ে ১৫০-২০০ ভারতীয় ট্রাক আগমনের ফলে কর্মসংস্থান হচ্ছে প্রায় ২০০০ শ্রমিকের।
Leave your comments