ফিরোজ কবির কাজলঃ
কুড়িগ্রামের উলিপুরে সরকারী খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় রোববার(৯ ফেব্রুয়ারি) সকালে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণের প্রায় ৮’শ কেজি সরকারী পাঠ্যবই আটক করা হয়েছে।
জানা গেছে,উলিপুর পৌর শহরের চিলমারী-কুড়িগ্রাম সড়কে খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় ভ্যানে সরকারী বই দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয় স্থানীয়রা।
পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির ভ্রাম্যমান আদালত বসিয়ে ভ্যানের সাথে থাকা অভিযুক্ত আব্দুর রহিমের জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেন।
সে নিলফামারী জেলার পার্বতীপুর উপজেলার কালাইঘাটি কাজিপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।তবে ভ্যান চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব বাদি হয়ে এ ঘটনার সাথে জড়িত অফিসের নৈশ্য প্রহরী সহিদুল ইসলাম বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে সে পলাতক রয়েছে।
Leave your comments