এক বছরে মাদকবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৯ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর বিপরীতে মামলা হয়েছে ৬৭১টি।উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ইয়াবা,গাঁজা,হেরোইন,ফেনসিডিল,বিদেশি মদ, স্প্রিট,ওয়াস ও চোলাই মদ রয়েছে।এসব মাদকদ্রব্য গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে উদ্ধার করা হয়।শনিবার এ তথ্য জানান আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার।তিনি জানান,

মেট্রোপলিটন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে।একইসঙ্গে মাদক ও ভেজালবিরোধী অভিযানসহ বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে।এরই অংশ হিসেবে গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের চলতি নভেম্বর পর্যন্ত মেট্রোর ছয়টি থানা ও গোয়েন্দা পুলিশ ১ কোটি ৯ লাখ ৯৪ হাজার ২ শ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে।এতে থানায় মামলা হয়েছে ৬৭১ টি।মাদক নির্মূলে মেট্রোপলিটন পুলিশের নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার কারণে এক বছরে কোটি টাকার উর্ধ্বে মাদকদ্রব্য উদ্ধার ও জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে মনে করছেন আরপিএমপির উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।তিনি বলেন, এই উদ্ধার সাফল্য আরপিএমপি’র কমিশনারের দিক-নির্দেশনা, অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের আন্তরিকতার ফসল।এর সঙ্গে মানুষের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিও কাজ করেছে।

Leave your comments