রাজধানীতে কাঁঠালের ভেতর ইয়াবা সহ এক রেলওয়ে পুলিশকে আটক করেছে র‌্যাব। এ সময় সঙ্গে থাকা ওই পুলিশের স্ত্রীকেও আটক করা হয়।

বুধবার (৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রেলওয়ে পুলিশের বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক (এসআই) বাবলু খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলী বেগম (৩৯)। এ সময় তাদের বহন করা কাঁঠালের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৪ সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা শ্বশুরবাড়ি থেকে বাবুল খন্দকার তার স্ত্রীকে নিয়ে বাসে ঢাকায় আসছিলেন।

গোপনে খবর পেয়ে র‌্যাব-৪ এর একটি দল বুধবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ এলাকায় বাসটিতে তল্লাশি চালিয়ে স্ত্রীসহ বাবলুকে আটক করে।

এরপর তাদের সঙ্গে থাকা কাঁঠালের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাবলু খন্দকার রেলওয়ে পুলিশে চাকরি করার আড়ালে ব্রাহ্মণবাড়ীয়া থেকে ট্রেনে করে নিয়মিত ঢাকায় ইয়াবা ও গাঁজার চালান নিয়ে আসতেন।

তার গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়ায়। শ্বশুরবাড়ি কসবায়।

তারা রাজধানীর দক্ষিণখানের একটি বাসায় থাকেন। তার বিরুদ্ধে চট্টগ্রামে একটি মাদকের মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী-স্ত্রী ইয়াবা পাচারের কথা র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

আরো পড়ুনঃ জবিতে ৭ দফা দাবিতে উপাচার্য ভবন অবরোধ

Leave your comments