অনার ব্যান্ড ফাইভ

ছয়টি অত্যাধুনিক ফিচার নিয়ে দেশের বাজারে এসেছে অনার-ব্র্র্যান্ডে ফিটনেস ব্যান্ড ‘ অনার ব্যান্ড ফাইভ ’। এটির বিশেষত্ব হলো, এটি একবার চার্জ দিলে ১৪ দিন পর্যন্ত চলবে। একই সাথে রিয়েল টাইম হার্টরেট মনিটর করবে, ৫০ মিটার পর্যন্ত পানিরোধী এবং দেখতে আকর্ষণীয়, দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ রয়েছে ‘রিমোট পিকচার টেকিং’ ফিচার।

এটিতে রয়েছে ০.৯৫ ইঞ্চি অ্যামোলেড ফুল কালার ডিসপ্লে। রয়েছে আপ টু ২২৮ পিক্সেল, ২.৫ ডি গ্ল্যাস ও
নিখুঁত টাচস্কিন। যেটি অনায়াসে বাসা, অফিস, বাহিরে ঘুড়তে যাওয়া অথবা জিমে যাওয়ার সময় পড়া যাবে।

অনার ব্যান্ড ফাইভ
বিভিন্ন রঙের ফিটনেস ব্যান্ড অনার ফাইভ। ছবি: অনার

এটি নির্ভুলভাবে হার্ট রেট মনিটর করতে সক্ষম। শুধু তাই নয়, এই অনারের ব্যান্ডটি শ্বাস প্রশ্বাস ও ডিপ ঘুমের

কোয়ালিটিও ট্রাকিং করতে সক্ষম। এটি ৪২ টি ভাষা সাপোর্ট করে।

অনার ফাইভ ব্যান্ডটি একটি প্রফেশনাল ট্রেইনারের মতো আপনাকে সহযোগীতা করবে। কারণ এটিতে রয়েছে
১০টি ফিটেনেস মডেল। আউটার রানিং, ইনডোর রানিং, আউটার ওয়াকিং, আউটারা সাইকিং, ইনডোর
সাইকিং, সুইমিং পুল, প্রি টেনিং, ইনডো ওয়াকিং, রোয়িং মেশিন. ইলেকট্রিক্যাল মেশিন-

অনার-এর এই ব্যান্ড থেকে প্রিভিউ রিমাইন্ডার, ম্যাসেজ পড়া যাবে ডিসপ্লে থেকেই। এছাড়াও ফোনটি ভুল
জায়গায় রাখলে অথবা কোথায় রেখেছেন ভুলে গেলে ব্যান্ড ফাইভ-এর সাথে কানেক্ট থাকলেই ‘ফোন ফাইন্ডার’
অপশন থেকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া সম্ভব। এমটি দূর থেকে ‘রিমোট পিকচার টেকিং’ থেকে ছবি ও সেলফি
তোলাও সম্ভব।

মূল্য ও কোথায় পাওয়া যাবে

ব্যাটারির দিকেও বেশ গুরুত্ব দিয়েছে হুয়াওয়ের- এই সাব ব্র্যান্ড অনার। এটি এক চার্জেই স্ট্যান্ডবাই চলতে সক্ষম। বাংলাদেশে বাজারে সব আউটলেটেই পাওয়া যাবে।

দেশের বাজারে ব্যান্ডটি মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫৫০ টাকা। যেটির ছয় মাস অফিশিয়াল ওয়ারেন্টি দিচ্ছে অনার বাংলাদেশ।

আরো পড়ুনঃ ” অনার ৮এক্স ” উন্নত ফিচারসহ দেশের বাজরে

Leave your comments