শীঘ্রই শুভ উদ্বোধন

উদ্বোধন হতে যাচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলে অনার বাংলাদেশ( HonorBangladesh ) এর অফিশিয়াল ব্র্যান্ড শপ আগামী কাল ১৪-০৫-২০১৯ ।

শুভ উদ্বোধন উপলক্ষে অনার বাংলাদেশ (HonorBangladesh) ক্রেতাদের জন্য রেখেছে বিশেষ উপহার সামগ্রী। অফারটি শুধু মাত্র উদ্বোধনের দিন কার্যকর থাকবে।

পুরস্কার হিসেবে যা যা থাকছে।

Honor8X এর সাথে পাচ্ছেন আকর্ষণীয় গিফট বক্স।

Honor10Lite এর সাথে পাচ্ছেন মিউজিক্যাল হেডফোন সহ একটি টি শার্ট।

Honor8A এর সাথে থাকছে একটি Honor এর পানির পট এবং টি-শার্ট।

Honor7S এর সাথে থাকছে একটি রিং এবং টি শার্ট।

তাই, আর দেরি না করে শীঘ্রই চলে আসুন বসুন্ধরা সিটি শপিং সেন্টার এর (Level#6,shop#52, Block#B) এই ঠিকানায়।

উল্লেখ্যঃ

বাংলাদেশের বাজারে এসেছে হুয়াওয়ের জনপ্রিয় অপর-ব্র্যান্ড অনার এর ‘ অনার ৮এক্স ’ মডেলটি। এটির বিশেষত্ব হলো ফোনটিতে এআই ক্যামেরাসহ রয়েছে সব উন্নত ফিচার। মডেলটি এখন জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজে পাওয়া যাচ্ছে। চলছে ফোনটির প্রি-বুকিং । এছাড়াও পাওয়া যাচ্ছে বাংলাদেশের মোবাইল মার্কেট গুলোতে। অনার-এর পক্ষ থেকে অফিসিয়ালি, বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ফোনটি। আন্তর্জাতিক বাজারে ফোনটি তার বিশেষ ফিচারের জন্য গ্রাহকদের কাছে বেশ আস্থা অর্জন করেছে।

ফোনটি সম্পুর্ন বর্ডারলেস, যাতে রয়েছে হাই-সিলিকন কিরিন ৭১০ প্রসেসর, ২০ মেগাপিক্সেলের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ডুয়েল ক্যামেরা যা আপনার ছবিকে জীবন্ত রূপ দেবে । অনার ৮এক্স স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস টিএফটি আইপিএস ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্ক্রীন থেকে বডির রেশিও ৯০ শতাংশের বেশি। ডুয়াল সিম সাপোর্টের ফোনটিতে রয়েছে, অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম। সঙ্গে হাই সিলিকন কিরিন ১৭০ চিপসেট।

বর্তমানে ফোনটির দুটি ক্যাটাগরি ৪ জিবি অথবা ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে। সাথে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়িয়ে নেওয়া যাবে স্টোরেজ। এই ফোনে রয়েছে ২০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ক্যামেরাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকবে।

এছাড়া এর ক্যামেরা থেকে সুপার স্লো-মোশন ভিডিও ধারণ করা যাবে। যাতে অটোমেটিক এবং ম্যানুয়াল অপশন থাকবে। রয়েছে রাতে ছবি তোলার জন্য সুপার নাইট শুট ফিচার। যেকোনো আলোতে কম সময়ে ফেস আনলক করতে পারে অনার ৮এক্স স্মার্টফোনটি।

আরো পড়ুনঃ ” অনার ৮এক্স ” উন্নত ফিচারসহ দেশের বাজরে

Leave your comments