উলিপুরে তারুণ্যের  ঐক্য সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে- শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজ শেষে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার পর থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা দালাল পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে থেতরাই ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন হোকডাঙ্গা দালাল পাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা নুরুল ইসলাম  সাহেব, এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আতাউর রহমান আতা, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি জনাব,মমিন উদ্দিন ব্যাপারী (সাবেক ইউ.পি সদস্য থেতরাই)   সংগঠনের সদস্য বৃন্দ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য বৃন্দ, এনজিওকর্মী ফজলুল হক, স্থানীয় জনপ্রতিনিধি রুহুল কুদ্দুস মেম্বার, এনামুল হক ( চাঁদ ),আবু তালেব ব্যাপারী প্রমুখ।
সংগঠনটির সভাপতি আতাউর রহমান আতা, তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য গুলো সবার সামনে  তুলে ধরেন-
“এসো মিলি ভ্রাতৃত্বের বন্ধনে, আমাদের একতা দেশের কল্যাণে “
১. অসচ্ছল গরীব মেধাবীদের শিক্ষা বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান
২.কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উচ্চ শিক্ষার ব্যাপারে সহায়তা প্রদান
৩.বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং যেকোনো সমস্যায় সমাজের গরীব অসহায়দের সাহায্য প্রদান
৪. বিনা মূল্যে রক্তদান করা,এবং অসুস্থ রোগীর রক্তের ব্যবস্থা করে দেওয়া
৫. শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বৃক্ষ রোপণ
৬. মাদকদ্রব্য ও বাল্যবিবাহ প্রতিরোধ,  নারী ও শিশু নির্যাতন বন্ধ এইসব সামাজিক ব্যাধি নিরসনে তরুন-তরুনীদের সম্পৃক্ত করা ও তাদের বিশেষ ভূমিকা  রাখা-
৭. সংগঠনের সদস্যদের পড়াশুনার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা  প্রদান এবং সমাজ তথা দেশকে দুর্নীতি মুক্ত, পরিস্কার ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সেই  লক্ষ্যে কাজ করা
উক্ত লক্ষ্য ও উদ্দেশ্য গুলো বাস্তবায়নে   আলোকিত সমাজ গঠনে তারুণ্যের ঐক্য সমাজকল্যাণ সোসাইটি বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ, এজন্য তিনি সমাজের সর্বস্তরের মানুষ নিকট  দোয়া ও সহযোগিতা চেয়েছেন এবং সমাজের বিত্তবানদের, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন, উল্লেখ্য ২০১৯ সালের  ২৯ নভেম্বর ফলজবৃক্ষ রোপণ কর্মসূচীর মাধ্যমে সংগঠনটির অগ্রযাত্রা  শুরু  হয়েছে।
Leave your comments