কুড়িগ্রামের উলিপুরে জুতা পায়ে শহীদ বেদীতে উঠে বিজয় দিবসের পুষ্পার্ঘ অর্পণ করায় উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু তাহের কে বিক্ষুব্ধ জনতা গণ-ধোলাই দিয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জানা যায়,সোমবার সকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু তাহের তার সহকর্মীদের নিয়ে কলেজ চত্বরের শহীদ
মিনারে পুষ্পার্ঘ অর্পণ করতে যান। এসময় তিনি জুতা পায়ে পুষ্পার্ঘ হাতে নিয়ে শহীদ মিনার বেদীতে উঠেন। জুতা পায়ে
শহীদ বেদীতে ওঠার ছবি মুহুর্তে ফেসবুকে ভাইরাল হয়ে গেলে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে দুপুরে ওই অধ্যক্ষকে কলেজ
ক্যাম্পাসে গণ-ধোলাই দিয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাকিয়া সুলতানা জানান, তার শরীরে কয়েক জায়গায় ফুলা ও জখমের চিহ্ন
রয়েছে।তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, শহীদদের প্রতি এটি চরম অবমাননা। তার এ আচরণের নিন্দাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান তিনি।
ফিরোজ কবির কাজল
Leave your comments