কুড়িগ্রাম উলিপুরের দলদলিয়া ইউনিয়নে ২ হাজার তালবীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। শনিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে  ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, দলদলিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি প্রমুখ।
তালবীজ রোপণ কর্মসূচির সমন্বয়কারী, মাকসুদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান মিয়া, আওয়ামী লীগ নেতা নারায়ন চন্দ্র, দলদলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ সরদারসহ সংস্থার স্বেচ্ছাসেবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার নিজস্ব উদ্যোগে পরিবেশ বান্ধব তালবীজ রোপণ কার্যক্রমের আওতায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২ শত করে বীজ রোপণসহ বাকরের হাট থেকে সরদারপাড়া গামি প্রায় ৩ কিলোমিটার রাস্তার দুই ধারে তালবীজ রোপণের কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
Leave your comments