কুড়িগ্রাম ১০-১০-১৯ ইং বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব
কাজী আবেদ হোসে। জেলা প্রশাসক সুলতানা পারভিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত
জেলা প্রশাসক(সার্বিক) মোঃ হাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ বিভাগের উপসচিব ডঃ মুস্তাফিজুর রহমান
প্রধান, টিটসির অধ্যক্ষ প্রকৌশলী আইনুল হক, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব
নীলু প্রমুখ।

প্রতিবছর ৭ লাখ অভিবাসী কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করে। সরকার প্রতিটি উপজেলা থেকে প্রতিবছর
১হাজার দক্ষ যুবক-যুবতি অভিবাসী কর্মী হিসেবে গড়ে তুলে বিদেশে পাঠানোর জন্য বিভি৷ উদ্যোগ নিয়েছে।
এজন্য প্রবাসী কল্যাণ ব্যাংক সহজ শর্তে ঋণ দিচ্ছে এবং সরকারি ভাবে ৩ থেকে ৬ মাস পর্যন্ত প্রশিক্ষণের
ব্যবস্থা করছে। অবৈধভাবে বিদেশে গিয়ে কারাবাস না করে বৈধভাবে একজন দক্ষ কর্মী হয়ে বিদেশে গিয়ে
কর্মসংস্থানের মাধ্যমে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে উদ্বুদ্ধ করবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান
মন্ত্রণালয় ও জেলা প্রশাসন সেমিনারটি আয়োজন করে।

ফিরোজ কবির কাজল

আরো পড়ুনঃ নোবেল পেলেন চিকিৎসাবিজ্ঞানে মার্কিন-ব্রিটিশ ৩ বিজ্ঞানী

Leave your comments