খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ৫নং উল্টাছড়ি ইউপির শান্তিপুর এলাকায় নতুন জাতের বেগুনি পাতা ধানের আবাদ করা হয়েছে। ৪ শতক জমিতে পরিক্ষা মূলকভাবে এই ধানের আবাদ শুরু হয়েছে।

জানাযায়, শান্তিপুর এলাকার বাসিন্দা মনতোশ চাকমার ভাই সুকিরণ চাকমা তৃণমূল উন্নয়ন সংস্থা নামক একটি
এনজিওতে কর্মরত। সেখান থেকে বাশ ফুল, জুনটি, সুভাষ এবং বেগুনি পাতা ধানের বীজ মনতোষ চাকমাকে
প্রদান করেন। যার মধ্যে বেগুনি পাতা ধানের ১০০গ্রাম বীজও ছিল। এই বীজ দিয়ে ২০শে জুন বীজ তলা তৈয়ারী
করা হয় এবং ২২শে জুলাই জমিতে ১টি করে চারা রোপন করা হয়। যা থেকে বর্তমানে প্রতিটি গোছায় ১২-১৬টি
চারাতে রোপান্তরিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ধান গাছ গুলোর পাতা বেগুনি ও সাধারণ ধান গাছের পাতার চেয়ে পাতা গুলো অনেক মোটা।

কৃষক মনতোশ চাকমা বলেন, আমি আমার মতো করে এই বীজ রোপন করি এবং পরিচর্য্য করছি। আশা করছি সাধারণ ধানের চেয়ে ফলন একটু বেশি হবে।

এ বিষয়ে পানছড়ি উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আলা উদ্দিন শেখ বলেন, বল্ক সুপারভাইজারসহ আমি ও আমাদের ডিডি স্যার নতুন জাতের এই ধানের নিয়মিত তদারকি করছি।

প্রসঙ্গত, বহু দিন পূর্বে চীন দেশে এই ধান উৎপাদন হতো এবং সে দেশের রাজ পরিবার এই ধানের চাউল ভক্ষণ
করতো। প্রবাদ ছিল এই ধানের চাউল খেলে আয়ু বাড়ে। তাই সাধারণ প্রজাগন এই ধানের চাউল খাওয়া ও
উৎপাদান ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। তাই চীন দেশে এর নাম নিষিদ্ধ ধান নামেই পরিচিত ছিল।

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধি

আরো পড়ুনঃ নওগাঁর আত্রাইয়ে ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু

Leave your comments