ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজে ডিগ্রী ফাইনাল ইয়ার পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান ফটকে শিক্ষার্থীদের তালা। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

ফরম ফিলাপে অতিরিক্ত টাকা

সরেজমিন ও শিক্ষার্থীদের তথ্যমতে, চলমান ডিগ্রী ফাইনাল ইয়ার পরীক্ষার ফরম ফিলাপে ৪ হাজার টাকা করে আদায় করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ যেখানে শিক্ষা বোর্ড কর্তৃক ২২৫০ টাকা করে ফরম ফিলাপের জন্য নির্ধারণ করা হয়েছে।

সেখানে ৪ হাজার টাকা করে বাধ্যতামূলক ভাবে আদায় করা হচ্ছে। আজ ১৫ জুলাই ফরম ফিলাপের শেষ দিন
বার বার বলার পরও এব্যাপারে সঠিক কোন সিদ্ধান্ত দিচ্ছেন না কলেজ কর্তৃপক্ষ। একরকম বাধ্য হয়েই
শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। এসময় শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ
করতে থাকে।

এ ব্যাপারে কলেজ উপাধ্যক্ষ মোঃ জামালউদ্দিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ১২০০ টাকা
কলেজ বেতন, ৪৫০ টাকা কেন্দ্র ফি এবং ২৩২৫ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয়। যা সর্বসাকুল্যে ৪
হাজার টাকা করে নেওয়া হচ্ছিল সেখান থেকে প্রতি ছাত্র ছাত্রীকে ৫০০ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে।
বর্তমানে তারা ৩৫০০ টাকায় ফরম ফিলাপ করতে পারছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

আরো পড়ুনঃ অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বর-কনেসহ ১০ জনের মৃত্যু

Leave your comments