হেফাজত ইসলামের নেতাদের বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা নিয়ে উত্তাপের মধ্যে দেশের কওমি মাদ্রাসাগুলোর শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।সোমবার রাত ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় বৈঠক শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দেয়।স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানাবেন।কী নিয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন,“বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ও ভাস্কর্য নিয়ে আলোচনা হয়েছে।”মুজিববর্ষে ঢাকার ধোলাইড়পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা শুরু করেন কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন সংগঠনের জোট হেফাজতে ইসলামের নেতারা।হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুল হক ভাস্কর্য তৈরি করা হলে তা বুড়িগঙ্গায় ফেলার হুমকি দেন।এরপর চট্টগ্রামে এক ধর্মীয় সভায় হেফাজত আমির জুনাইদ বাবুনগরী যে কারও ভাস্কর্য তৈরি করা হলে ‘টেনেহিঁচড়ে’ ভেঙে ফেলার হুমকি দেন।ভাস্কর্যের বদলে ‘মুজিব মিনার’ চান কওমির হুজুররা এর প্রতিবাদে রাস্তায় নামে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, লেখক-অধ্যাপক, শিল্পী-সাহিত্যিকরা।এই পরিস্থিতিতে গত ৫ ডিসেম্বর বেফাক সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে ঢাকার যাত্রাবাড়ী মাদ্রাসায় আলোচনায় বসেন কওমি মাদ্রাসাগুলোর শীর্ষস্থানীয় আলেমরা।ওই সভায় তারা সরকারকে যেসব প্রস্তাব জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তোলা হয়েছে কি না, তা জানা যায়নি।

Leave your comments