রংপুরের প্রাইম মেডিকেলের আবাসিক হোস্টেলে এমবিবিএস চূড়ান্ত বর্ষের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে।মেডিকেল কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা দাবি করলেও পরিবারের অভিযোগ,তাকে হত্যা করা হয়েছে।বৃহষ্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১১ দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।তিনি কুড়িগ্রাম সদরের আব্দুল আলী ছেলে।এ ঘটনার পর থেকেই মেডিকেলের আবাসিক হোস্টেলের প্রধান গেইট বন্ধ রাখা হয়েছে।কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, বেরও হতে দেওয়া হচ্ছে না।এদিকে, রংপুর মেডিকেলের মর্গের সামনে ছেলে শহিদুল ইসলাম ওলির মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন আব্দুল আলী।তার ছেলে আত্মহত্যা করেনি,তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।স্বজনরা একই প্রতিষ্ঠানে অধ্যায়নরত এক শিক্ষার্থীর বিরুদ্ধে ওলিকে হত্যার অভিযোগ তুলছেন।বৃহস্পতিবার রাতে হোস্টেল থেকে প্রথমে একই প্রতিষ্ঠান প্রাইম মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছিল ওলিকে।হাসপাতালের ম্যানেজার বলছেন,তাকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছিল।প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতালের এমবিবিএস চূড়ান্ত বর্ষের ছাত্র ওলি থাকতেন এই কলেজেরই হোস্টেলে।রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন,ইতোমধ্যে কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।মামলাটি এখন তদন্ত চলছে।

Leave your comments