রাজধানীর শনির আখড়ার গোয়ালবাড়ি মোড়ে ‘বার্গার’ নামে একটি ফাস্ট ফুডের দোকানে এসি বিস্ফোরণে দুই কর্মচারী দগ্ধ হয়েছেন।

আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন, মো. সাইফুল ইসলাম (২১) ও মো.
ইমরান (২০)। তারা শনির আখড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনাস্থল থেকে আশপাশের
লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি
ইউনিটিতে ভর্তি করেন।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, দগ্ধ দু’জনের অবস্থায় আশঙ্কাজনক।
সাইফুলের শরীরের ৭০ শতাংশ এবং ইমরানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দগ্ধ ইমরান বলেন, ‘সকালে দোকান খোলার পর পোড়া গন্ধ পাই। এর কিছুক্ষণের মধ্যে বিকট শব্দ হয়। তারপর আর কিছু বলতে পারি না।

আরো পড়ুনঃ রাজধানীতে ছেলেধরা সন্দেহে এক মহিলাকে পিটিয়ে হত্যা

Leave your comments