অস্ট্রেলিয়ায় স্থাপিত নতুন একটি শক্তিশালী টেলিস্কোপ মহাবিশ্বের একটি বিশাল অংশের নকশা তৈরি করেছে।আবিষ্কার করেছে মিলিয়ন মিলিয়ন নতুন গ্যালাক্সি।এটি এত দ্রুত ও নিখুঁতভাবে কাজ করছে যে মাত্র ৩০০ ঘন্টার মধ্যেই ৩ মিলিয়ন বা ৩০ লাখ নতুন গ্যালাক্সির ম্যাপ তৈরি করেছে টেলিস্কোপটি।এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা বলছে, তাদের এই টেলিস্কোপ মহাকাশ গবেষণার ধরণ পালটে দেবে।ওই রেডিও টেলিস্কোপটির নাম দেয়া হয়েছে ‘অস্ট্রেলিয়ান স্কোয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার’ বা এএসকেএপি।এটি ৩০০ ঘন্টায় এই টেলিস্কোপ যা করে দেখিয়েছে তা সাধারণ প্রযুক্তিতে করতে হলে এক দশকেরও বেশি সময় লাগতো।কমনওয়েলথ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন বা সিএসআইআরও’র মহাকাশবিদ ড্যাভিড ম্যাককনেল বলেন, এই টেলিস্কোপটি আসলেই একটি ‘গেম চেঞ্জার’।এই টেলিস্কোপটির সবথেকে দারুণ বিষয়টি হচ্ছে এর ব্যাপক বিস্তৃত ফিল্ড অব ভিউ।এটি দিয়ে টেলিস্কোপটি আকাশের বিশাল অংশের প্যানোরেমিক ছবি ধারণ করতে পারে এবং তা হয় পূর্বের প্রযুক্তির তুলনায় কয়েক গুন বেশি নিখুঁত।

Leave your comments