৪৭ মৃত ব্যক্তির নামে ব্যাংক থেকে বয়স্ক ভাতা উত্তোলন

দেশে যে কত রকমের প্রতারণা চলছে- বলে শেষ করা যাবে না। সম্প্রতি যুক্ত হয়েছে মৃত ব্যক্তির নামে বয়স্ক  ভাতা আত্মসাতের ঘটনা। সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় সরকার প্রতিমাসে সারা দেশে বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কদের ভাতা প্রদান করে থাকে।

আশ্চর্যজনক হলেও সত্য- বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরকারি ভাতাভোগীদের অনেকেই
মারা যাওয়ার পরও স্থানীয় ব্যাংক থেকে তাদের নামে নিয়মিত ভাতা উত্তোলন করা হচ্ছে। কথায় আছে- চুরি
বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা।

বাবুগঞ্জে বছরের পর বছর ধরে মৃত ব্যক্তিদের নামে ভাতা উত্তোলনের বিষয়টি প্রথম নজরে আনেন একজন
ইউপি সদস্য। ফাতেমা আক্তার লিপি নামে মাধবপাশা ইউনিয়নের একজন মহিলা ইউপি সদস্য তার ওয়ার্ডে
বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাপ্রাপ্ত অন্তত ৪৭ জনকে চিহ্নিত করেন- যারা বিভিন্ন সময়ে মারা গেলেও তাদের
নামে ব্যাংক হিসাব থেকে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করা হচ্ছে।

মৃত ব্যাক্তি ৪৭ জনের ও বেশি

তবে শুধু এ ৪৭ জন নয়, ২০১৬ সালের প্রথমদিকে তৎকালীন ইউপি চেয়ারম্যানও ভাতাভোগী মৃত ব্যক্তিদের
একটি তালিকা দিয়েছিলেন সমাজসেবা বিভাগ ও উপজেলা প্রশাসনে, যেখানে মৃত হলেও ভাতাভোগী ১০৫
জনের নাম ছিল। ধারণা করা হচ্ছে, সঠিকভাবে তদন্ত করা হলে পুরো উপজেলায় ভাতাভোগী মৃত ব্যক্তির
সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে।

জনপ্রতিনিধিরা ভাতাভোগী মৃত ব্যক্তিদের নামের তালিকা উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা প্রশাসনসহ
সংশ্লিষ্টদের কাছে সরবরাহ করার পরও কেন তার বিহিত হল না, সে রহস্য উদ্ঘাটন করা উচিত। ভাতাভোগী
কেউ মারা গেলে সংশ্লিষ্টদের অজানা থাকার কথা নয়। অথচ দীর্ঘদিন ধরে তাদের নামে টাকা উত্তোলন করে
আত্মসাৎ করা হচ্ছে। এতে এটা পরিষ্কার- মূলত ভাতার টাকা আত্মসাতের জন্যই মৃত ব্যক্তিদের নাম তালিকা
থেকে বাদ দেয়া হচ্ছে না।

অপকর্মের সঙ্গে জড়িত

এ অপকর্মের সঙ্গে ব্যাংক ও সরকারি কর্মকর্তাসহ একটি চক্র জড়িত বলে অভিযোগ রয়েছে। মৃত ব্যক্তিদের
নামে দীর্ঘদিন ধরে ভাতার টাকা উত্তোলন করে একদিকে রাষ্ট্রকে আর্থিক ক্ষতির মুখে ঠেলে দেয়া হচ্ছে,
অন্যদিকে ওই এলাকার ভাতাবঞ্চিত দরিদ্র ব্যক্তিরা ভাতা প্রাপ্তির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তথ্য গোপনসহ
নানা ফন্দি-ফিকিরের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করা নিঃসন্দেহে গুরুতর অপরাধ।

এ ধরনের দুর্নীতির ঘটনা দেশের আরও কোথাও যাতে না ঘটে, এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। সেইসঙ্গে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মৃত ব্যক্তিদের নামে ভাতা উত্তোলনকারী চক্রের শাস্তি নিশ্চিত
করা জরুরি।

আরো পড়ুনঃ চলতি বছরের জুলাই মাসেই ৪৫০ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

Leave your comments