আজ ৬ ডিসেম্বর। কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস । ১৯৭১ সালে এই দিনে মুক্তযোদ্ধারা কুড়িগ্রাম শহরে অবস্থানরত, পাক বাহিনীকে তিন দিক থেকে ঘেরাও করে তাদের হটিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে র‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক
অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত মুক্তিবাহিনী ধরলা নদী পাড় হয়ে কুড়িগ্রাম শহরে অবস্থানরত পাক বাহিনীর ওপর আক্রমণ
চালাতে থাকে। এ সময় মুক্তিযোদ্ধারা চারদিক থেকে পাক বাহিনীর ওপর আক্রমণ চালায়। ৪ ও ৫ ডিসেম্বর উভয়পক্ষের
মধ্যে চলে তুমুল যুদ্ধ। এ সময় যৌথ বাহিনী কুড়িগ্রাম শহরে অবস্থানরত পাক বাহিনীর অবস্থানের ওপর বিমান হামলা চালায়।
৬ ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে পাকবাহিনী গুলি করতে করতে ট্রেনযোগে কুড়িগ্রাম ত্যাগ করে।

এরপর বীরপ্রতীক আব্দুল হাইয়ের নেতৃত্বে ওইদিন বিকেল ৪টার দিকে কুড়িগ্রাম নতুন শহরস্থ পানির ট্যাংকির ওপর স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করার মাধ্যমে কুড়িগ্রাম হানাদার মুক্ত করা হয়।

ফিরোজ কবির কাজলঃ

 

আরো পড়ুনঃ কুড়িগ্রাম উলিপুর সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নাগরিক নিহত

Leave your comments